MMonir Trainer 2 years ago |
এই রিকশা যাবা?
'হুম বাজান যামু। কই যাইবেন?
' আগ্রাবাদ। কতোটাকা?
'৭০ টাকা বাজান।
'না না ৬০ টাকা যাইবা?
'বাজান ১০ টেহাইতো...
'না ৬০ টাকা হলে বলো। তাহলে যাবো।
'আইচ্ছা বাজান উডেন।
'বসে পড়লাম রিকশাওয়ালার রিকশাতে। ভালো করে পরখ করে দেখলাম...রিকশাওয়ালার বয়স কম হলেও...৬০ এর কাছাকাছি বৃদ্ধই মোটামোটি। রিকশাওয়ালা বার বার গামছা দিয়ে ঘাম মুছতেছে। দেখে বেশ মায়া হলো। আমি বললাম,
'তা চাচা এই বয়সেও রিকশা চালান কেনো? ছেলে মেয়ে নাই?
'চাচা বোধহয় মুচকি হাসলেন৷ হেসে বললেন,
'বাজান আমারো আমনের মতো ২ টা বৃত্তশালী ছেলে আছে। বড় চাকরি করে। তবে বউ নিয়ে আলাদা থাকে ফ্লাটে। আমার মতো গরীব রিকশাওয়ালার ঘরে কি আর হেরা থাকবার পারবো?
'আমি কিছুটা অবাক হয়ে বললাম, "আপনি রিকশা চালান কেনো চাচা?
'বাজান..বাপ মায়ের ছোট্ট কুটিরে সন্তানের জায়গা হলেও... সন্তানের বড় অট্টালিকায় আমাগো মতো গরীব মা বাপের জায়গা হয়নাই। আমার ছেলেগুলোতো আমারে বাপ বইলা পরিচয় দিতেও লজ্জা বোধ করে রিকশা চালাই বলে। অথচ তাগোরে আমি রিকশা চালাইয়াই বড় করছি। আমার অসুস্থ বউরে লইয়া আমার কুটিরেই আমি ঠিক আছি। রিকশা না চালাইলে..বউয়ের ঔষধ কই পামু? আলু ভর্তা আর ডাল পামু কই?
'চাচার কথা শুইনা অজান্তেই চোখ পানিতে ছলছল করছে। অবশেষে রিকশা থেকে নামতেই..চাচার হাতে ৫০০ টাকা একটা নোট দিয়ে বললাম,
'চাচা এইটা রাখেন..চাচীর ঔষধ কিনিয়েন।
'না না বাজান লাগবোনা।
'চাচা আমিতো আপনার ছেলের মতোই...
আমার কথা শুনতেই দেখলাম চাচার চোখ দুটো পানিতে টলমল করছে। আমার মাথায় চাচা হাত বুলিয়ে বললেন,
'আইজকা এতোদিন ওদের মা অসুস্থ একটাবারো উঁকি দিবার আইলোনা...
আমি মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলাম,
'কি অদ্ভুত কেউ মা বাবা পেয়ে মূল্য বুঝেনা। আর কেউ মা বাবা হারিয়ে দিন রাত আফসোস করে। তবে একটা কথা মানতেই হয়..বাবারা আসলেই উপর দিয়ে পাথর..আর ভেতর দিয়ে স্বচ্ছ তরল
writer: khaled
Alert message goes here